কুলাউড়ায় চার দিনব্যাপী নৃত্য কর্মশালার সার্টিফিকেট বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৯, ৪:৫৫ অপরাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
কুলাউড়ায় ৪ দিনব্যাপী নৃত্য কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। এ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ দিয়েছেন কলকাতার বিশিষ্ট নৃত্য শিল্পী ও কলকাতা ‘কলাপি’ এর পরিচালক সুষ্মিতা নন্দী সেঠিয়া। এ নৃত্য কর্মশালায় তাঁর সহযোগি হিসেবে ছিলেন তারই মেয়ে কলকাতা ‘কলাপি’ এর নৃত্যশিল্পী মেঘমালা নন্দী।
স¤প্রতি কুলাউড়া ‘নৃত্যালয়’ এর আয়োজনে এবং নৃত্যালয়ের পরিচালক মো. দেলোয়ার হোসেন দূর্জয়ের সার্বিক ব্যবস্থাপনায় কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ জুন থেকে ১১ জুন পর্যন্ত ৪ দিনের কনটেম্পোরারি নৃত্য কর্মশালায় অংশগ্রহণকারি নৃত্য শিল্পীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করার মাধ্যমে এই কর্মশালার সমাপ্তি ঘটে।
কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে নৃত্য কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুলাউড়া নৃত্যালয়ের পরিচালক মো. দেলোয়ার হোসেন দূর্জয়। নৃত্য শিল্পী আদ্রিতা আচার্য্য বর্ষার উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার সম্পাদক-প্রকাশক ও ভাটেরা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া রাবেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, জুড়ী টাইমসের সম্পাদক-প্রকাশক সাইফুল ইসলাম সুমন, কলকাতার বিশিষ্ট নৃত্য শিল্পী ও কলকাতা ‘কলাপি’ এর পরিচালক সুষ্মিতা নন্দী সেঠিয়া, কলকাতা ‘কলাপি’ এর নৃত্য শিল্পী মেঘমালা নন্দী, অভিভাবক প্রতিভা ধর ও রুবি দে ।