কমলগঞ্জ ভারতীয় মদসহ একজন আটক
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৯, ৪:০৫ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চৌমুহনা থেকে এক ব্যক্তির বেগ তল্লাশি করে সিগনেচার অফিসার্স চয়েজ ও ব্লু নামের ২০ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল ১৩ জুন বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় শমশেরনগর বাজার চৌমোহনা থেকে আটক করা হয়েছে।
কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, এএসআই আয়াজ মাহমুদ ও এ এসআই আব্দুল হামিদ সন্দেহমূলকভাবে মিলন রবিদাসের ব্যাগ তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত মদসহ আটক মিলন রবিদাসকে কমলগঞ্জ থানায় নিয়ে যান। আটক ব্যাক্তির বাড়ি শ্রীমঙ্গল উপজেলায়।
এএসআই আয়াজ মাহমুদ বলেন, মিলন রবিদাস কুলাউড়ার শরীফপুর সীমান্ত দিয়ে এসব ভারতীয় মদ নিয়ে আসছিল। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ দমন আইনে একটি মামলা হলে আটক মিলনকে গ্রেফতার দেখিয়ে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।