অভিযোগকারীরা পেলেন জরিমানার ২৫%
মৌলভীবাজারে ৫ প্রতিষ্ঠানকে ভোক্তার ৫৮ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১০ জুন ২০১৯, ৫:৫৭ অপরাহ্ণ
মৌলভীবাজারের ৫টি প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়। ৫ জনের লিখিত অভিযোগে আজ ১০ জুন পৃথক পৃথকভাবে জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। পরে নিয়ম অনুসারে অভিযোগকারীকে জরিমানার ২৫% প্রদান করা হয়।
মৌলভীবাজার ভোক্তার জেলা কার্যালয় সূত্র জানায়, সোমবার পৃথক ৫ জনের লিখিত অভিযোগে লিটন এন্টারপ্রাইজকে ৪ হাজার, পাল ট্রেডার্সকে ৪ হাজার, শাফী ইন ফার্মেসীকে ৬ হাজার, শ্রীমঙ্গল ফার্মেসীকে ৪ হাজার ও কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকাসহ মোট ৫৮ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়। ভোক্তা অধিদপ্তরের প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়া, প্রতিশ্রæত সেবা যথাযথভাবে না দেওয়া, অবহেলার দ্বারা সেবা গ্রহীতার অর্থহানী ঘটানো।
লিটন এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগকারী জুনেদ মিয়াকে জরিমানার ২৫% ১ হাজার টাকা, পাল ট্রেডার্সের বিরুদ্ধে অভিযোগকারী রাব্বি আহমদকে ১ হাজার টাকা, শাফী ইন ফার্মেসীর বিরুদ্ধে অভিযোগকারী মোহন মিয়াকে জরিমানা ১৫শত টাকা, শ্রীমঙ্গল ফার্মেসীর বিরুদ্ধে অভিযোগকারী মীর রোমানা আক্তার সিপাকে ১ হাজার টাকা ও কেয়ার হাসপাতালের বিরুদ্ধে অভিযোগকারী গীতা রাণী কানুকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ে বসে উক্ত অভিযোগগুলো নিষ্পত্তি করেন সহকারী পরিচালক মো. আল আমিন।