৬ জনকে অভিযুক্ত করে বিনয়েন্দু ভূষন হত্যা মামলার চার্জশীট দাখিল
প্রকাশিত হয়েছে : ৬ জুন ২০১৯, ৮:১৩ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টারঃ সিলেটের বিয়ানীবাজারে আগুনে পুড়িয়ে শিক্ষক বিনয়েন্দু ভূষনকে হত্যা করার দায়ে ৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেছে পুলিশ। দীর্ঘ তদন্ত শেষে আজ (৬ জুন,বৃহস্পতিবার) দুপুরে এ চার্জশীট দাখিল করা হয়েছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা,বিয়ানীবাজার থানার সাব ইন্সিপেক্টর নুনু মিয়া।
পুলিশের দায়ের করা চুড়ান্ত প্রতিবেদনে অভিযুক্তরা হলেন জয় লাল নাথ,জয়ন্ত লাল নাথ,রিপন লাল নাথ,কামরুল হোসেন,আব্দুর রহিম ও আব্দুল হক। তারা সবাই জলঢুপ এলাকার বাসিন্দা।
উল্লেখ্য,২০১৮ সালের ৩০ নভেম্বর বাড়ি থেকে ডেকে নিয়ে শিক্ষক বিয়েন্দুভূষণের শরীরে আগুন ধরিয়ে দিয়েছিল দূর্বৃত্তরা। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ৬ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পুলিশ ২ আসামীকে তাৎক্ষনিক গ্রেফতার করে। প্রথম মামলার এজাহারে ৪ জনের নাম থাকলেও নতুন আরো ২ জনকে যুক্ত করে চার্জশীট দিয়েছে। পুলিশের দাবী,আটককৃতদের জিজ্ঞাসাবাদ এবং তদন্তে মকবুল আলীর ছেলে আব্দুর রহীম ও সিরাজ উদ্দিনের ছেলে আব্দুল হক নামে আরো দু’জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। নতুন অভিযুক্ত দু’জন ইউনিয়ন যুবদল নেতা।