বড়লেখায় সাংবাদিকের উপর হামলা ।। প্রেসক্লাবের নিন্দা
প্রকাশিত হয়েছে : ১৬ মার্চ ২০১৯, ১১:০১ অপরাহ্ণ
বড়লেখা সংবাদদাতাঃ
হাকালুকি হাওরের দখল বাণিজ্যের সংবাদ প্রকাশের জেরে মৌলভীবাজারের বড়লেখায় জামিল আহমদ নামে এক সাংবাদিকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল রাতে উপজেলার বর্ণি ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিক জামিল একই ইউনিয়নের পাকশাইল গ্রামের মোঃছফির উদ্দিনের ছেলে। তিনি বড়লেখা উপজেলা প্রেসক্লাবের সদস্য এবং ‘মৌলভীবাজার সমাচার’ সহ পাঠকপ্রিয় কয়েকটি অনলাইন নিউজ পোর্টালের সংবাদদাতা।
জানা যায়,গত ১৩ মার্চ হাকালুকি হাওরে সংখ্যালঘু ও নিরীহ লোকদের জমি দখল নিয়ে গত ১৩ মার্চ মৌলভীবাজার সমাচারে ‘হাকালুকি হাওরে ক্ষনতাসীনদের দখল বাণিজ্য’ শিরোনামে অনুসন্ধানী একটি প্রতিবেদন লিখেছিলেন জামিল। এ সংবাদ প্রকাশের পর পরই সরকারী দলের নেতাকর্মীরা মোবাইল ফোনে তাকে প্রাণনাশের হুমকি দেন। তিনি হুমকির প্রতিকারে ১৩ মার্চ সন্ধায় বড়লেখা থানায় একটি সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করেন। বড়লেখা থানায় সাংবাদিক জামিলের দায়ের করা সে জিডি’র নাম্বার ২৯১। জিডি দায়েরের ২ দিন না পেরুতেই তার উপর ন্যাক্ষারজনক হামলার ঘটনা ঘটলো।
জামিলের পারিবারিক সূত্রে জানা যায়,১৫ মার্চ রাত ১০ টার দিকে সাংবাদিক জামিল আহমদ স্থানীয় ফকির বাজার থেকে তার গ্রামের বাড়ি পাকশাইল ফিরছিলেন। এসময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন মুখোশধারী সন্ত্রাসী জামিলের উপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকার শুনে পথচারী ও আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা মোটর সাইকেলযোগে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় সাংবাদিক জামিলকে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। খবর পেয়ে তার পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌছান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
সূত্র আরো জানায়,আহত সাংবাদিকের বাবা মোঃছফির উদ্দিন আজ দুপুরে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করতে থানায় গিয়েছিলেন। পুলিশ তার মামলা গ্রহণ করেনি।
এদিকে প্রেসক্লাবের তরুণ সদস্য,সাংবাদিক জামিল আহমদের উপর ন্যাক্ষারজনক হামলার নিন্দা জানিয়েছেন বড়লেখা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস এবং সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র দাস তদন্ত সাপেক্ষে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন।