শ্রীমঙ্গলে অগ্নিকান্ড
প্রকাশিত হয়েছে : ১৩ মার্চ ২০১৯, ৫:১৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের বিষামনি গাঙ্গপার এলাকায় অগ্নিকান্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ ওর্য়াডের বিষামনির গাঙ্গপার এলাকার একটি মার্কের্টে আগুনের সূত্রপাত ঘটে। এবং মুহুর্তের মধ্যে আগুন বিভিন্ন দোকানে ছড়িয়ে পড়ে। এসময় বিষামনি গাঙ্গপার মসজিদের ইমাম সাহেব মসজিদের মাইকে আগুনের খবর জানিয়ে দিলে এলাকাবাসী যার যার সাধ্য অনুযায়ী আগুন নেভানোর চেষ্টা করে। একই সাথে শ্রীমঙ্গল সার্ভিসের ১ টি ইউনিট সেখানে পৌছে এবং ৪৫ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে ক্ষতিগ্রস্ত হওয়া সূচী মেডিসিন হলের মালিক শাহ আলম জানান,তার ফার্মেসির প্রায় আড়াই লাখ টাকার ঔষধ পুড়ে গিয়েছে। আরেকটি ক্ষতিগ্রস্ত মুদী দোকানের মালিক বিল্লাল মিয়া জানান,তার দোকানের প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে ২ টি মুদি দোকান,১ টি গুদাম ঘর, ১ টি ফার্মেসি ও ১ টি চায়ের স্টল।
শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার আজিজুল হক রাজন জানান, প্রাথমিকভাবে আমরা ধারণা করছি আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই লেগেছে। এতে প্রায় ১০-১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছি।