জুড়ীতে ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশিত হয়েছে : ১২ মার্চ ২০১৯, ৪:১৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা রোড, কামিনিগঞ্জ বাজার, পোষ্ট অফিস রোডসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এর নেতৃত্বে অভিযানে সহযোগিতা করেন সেনেটারী ইন্সপেক্টর আফসার আলি ও জুড়ী থানার পুলিশ ফোর্স।
অভিযানকালে ফুলতলা রোডে অবস্থিত শ্যামলী ফুড-২ কে ১০ হাজার টাকা, কামিনিগঞ্জ বাজারে অবস্থিত দি জালালাবাদ ফামের্সীকে ১০ হাজার টাকা, পোষ্ট অফিস রোডে অবস্থিত মেসার্স লুৎফর ভেরাইটিজ ষ্টোরকে ৩ হাজার টাকাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।