সাফারি পার্ক হবে বর্ষিজোড়া ইকোপার্ক-মৌলভীবাজারে বন মন্ত্রী শাহাবউদ্দিন
প্রকাশিত হয়েছে : ৯ মার্চ ২০১৯, ৪:৪৩ অপরাহ্ণ
বন পরিবেশ ও জলবায়ূ পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, লাউয়াছড়া ন্যাশনাল পার্ক, বর্ষিজোড়া ইকোপার্কসহ দেশে যত বন রয়েছে তার উন্নয়নে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। মৌলভীবাজারে শহরের নিকটতম বর্ষিজোড়া ইকোপার্ক পরিদর্শন করে যাচ্ছি। আমরা এটিকে সাফারি পার্ক করার চিন্তা করছি।
আজ শনিবার (৯ মার্চ) দুপুর দেড়টায় মৌলভীবাজারের বর্ষিজোড়া ইকো পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের মন্ত্রী এসব কথা বলেন। তিনি বিকেলে মৌলভীবাজার পৌরসভা আয়োজিত নাগরিক সংবর্ধনায় অংশ নিতে আজ মৌলভীবাজার এসেছেন।
পরিদর্শনকালে মন্ত্রী বলেন, পলিথিনের যত্রতত্র ব্যবহারে পরিবেশ মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এর ব্যবহার বন্ধের জন্য সরকার বারবার উদ্যোগ নিয়েছে। কিন্তু জনগণ সচেতন হয়ে পলিথিন বর্জন না করলে পরিবেশ রক্ষা করা যাবে না। এটার গুরুত্ব সাধারণ মানুষকে উপলব্ধি করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন মৌলভাবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. রুকনউদ্দিন আহমদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সিলেট বিভাগীয় কর্মকর্তা আবু মোছা মুহিত চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, সাংগঠনিক সম্পাদক রাধা পদ দেব সজল প্রমুখ।