মৌলভীবাজারে লতিফিয়া দারুচ্ছুন্নাহ ও মেমোরাইজিং সেন্টারের বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২ মার্চ ২০১৯, ৩:৫০ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজার লতিফিয়া দারুচ্ছুন্নাহ আইডিয়াল মাদ্রাসা অ্যান্ড আল কুরআন মেমোরাইজিং সেন্টারের উদ্যোগে হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ, আল্লামা বিলপারী ছাহেব, মুহাদ্দিস আব্দুল মান্নান ছাহেব (সূফিসাব হুজুর), আল্লামা আমিনুল বাহার জামালি, হাফিয আজিজুর রহমান সাহেবের ঈসালে সাওয়াব ও মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে।
গতকাল ১ মার্চ মৌলভীবাজার মিনিবাস স্ট্যান্ডে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ প্রিন্সিপাল মাওলানা আব্দুল কাইয়ুম সিদ্দিকী। সহসভাপতি ছিলেন ডা. কুতুব উদ্দিন অ্যাডুুকেশন ট্রাস্টের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. ফখরুল ইসলম।
সকাল ১০টা থেকে খতমে কুরআন, খতমে দালায়েলুল খায়রাত, হিজবুল বাহারের খতম করা হয়। জোহরের পরে খতমে খাজেগান ও মিলাদ মাহফিল শেষে বুযুর্গদের ঈসালে সাওয়াবের জন্য বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত করেন মাওলানা নজরুল ইসলাম। রাত ১২টা পর্যন্ত মাহফিলের কার্যক্রম চলে। মাহফিল পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফিয মাওলানা এনামুল হক।
মাহফিলে বয়ান রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা মুহিবুর রহমান, প্রধান বক্তার বয়ান রাখেন ঢাকা দারুন্নাজাত মাদরাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাফিয মাওলানা আলাউর রহমান টিপু, মৌলভীবাজার টাউন (দেওয়ানী) জামে মসজিদের খতিব মাওলানা সৈয়দ মুহিত উদ্দিন, সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার সহযোগী সম্পাদক মাওলানা সালাহ উদ্দিন ইবনে শিহাব প্রমুখ।