মৌলভীবাজারে রবিরশ্মির বসন্ত বরণ
প্রকাশিত হয়েছে : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৬:২১ অপরাহ্ণ
বসন্ত বরণ উৎসবে মেতেছিল রবিরশ্মির শিল্পীরা। মৌলভীবাজার পৌরসভা কার্যালয়ের মেয়র চত্বর গানে গানে মাত করে শতশত দর্শক-শ্রোতার মন। হৃদয় জাগে ফাগুন হাওয়ায় এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সন্ধ্যায় রবীন্দ্র সংগীতের সুরে জেগে ওঠেছিল মেয়র চত্বরে জমায়েত হওয়া দর্শকরা।
প্রত্যুষ তালুকদারের প্রাণবন্ত উপস্থাপনায় রবিরশ্মির মমিতা সিনহা, সঞ্চিতা সিনহা, প্রীতি দেব নাথ, সুস্মিতা সিনহা, প্রিয়তা চৌধুরী, অমৃতা পাল, অলকা রায়, পার্থ সারথী কর, রণজিৎ দত্ত জনি। সংগীত পরিবেশনার খানিক বিরতিতে সংগীত রাগের সাথে নুপুর ধ্বনিতে ঝুমুর নৃত্যের তালে উচ্ছসিত হন উপস্থিত শ্রোতাবৃন্দ। নৃত্য পরিবেশন করেন প্রিতম দেব, ঈশিতা রায়, অভি রায়, মৌ ও বিদ্যা।
এই অনুষ্ঠান উপভোগ করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, নাট্যজন আব্দুল মতিন, আসম সালেহ সুহেলসহ বিশিষ্টজন।