মৌলভীবাজারের ৭ উপজেলায় আ’লীগের প্রার্থী ঘোষণা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১:৪৭ অপরাহ্ণ
স্টাফ রিপোর্টার ::
মৌলভীবাজার জেলায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১৮ মার্চ। এই নির্বাচনে মৌলভীবাজার জেলার ৭ উপজেলার মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন বর্তমান ৬ জন উপজেলা চেয়ারম্যান এবং সদর উপজেলায় নতুন একজন প্রার্থী। কেন্দ্রীয়ভাবে আজ রোববার সকালে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ নির্বাচনের উপজেলা চেয়ারম্যান পদে নৌকার টিকিট পেয়েছেন মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সভাপতি মো. কামাল হোসেন। এ ছাড়াও তিনি দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি,১৯৯৬ সালে আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। বড়লেখা উপজেলায় নৌকার টিকেট পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম, জুড়ীতে গুলশান আরা মিলি, কুলাউড়ায় কামরুল ইসলাম, রাজনগরে আছকির খান,কমলগঞ্জে রফিকুর রহমান ও শ্রীমঙ্গলে রণবীর কুমার দেব।
সর্বশেষ উপজেলা নির্বাচনে মৌলভীবাজার জেলার ৭ উপজেলার মধ্যে ৬ টিতে বিজয়ী হয় আওয়ামীলীগ প্রার্থী। শুধু সদর উপজেলায় নির্বাচিত হন বিএনপির প্রার্থী জেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান। এবার এখনো আওয়ামীলীগ প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। তৎপরতাও দেখা যাচেছনা অন্য কোন দলের প্রার্থীর।