মৌলভীবাজার ও সুনামগঞ্জ সংরক্ষিত আসনের এমপি হলেন জোহুরা আলাউদ্দিন
প্রকাশিত হয়েছে : ৯ ফেব্রুয়ারি ২০১৯, ৫:৩২ অপরাহ্ণ
মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসনের এমপি হলেন মৌলভীবাজার জেলা মহিলা আ.লীগের সভাপতি সৈয়দা জোহুরা আলাউদ্দিন।
গতকাল ৮ ফেব্র“য়ারি শুক্রবার গণভবনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের যৌথ সভা শেষে রাত সোয়া ১০টার দিকে সংরক্ষিত নারী সংসদ সদস্যদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জাতীয় সংসদের সংরক্ষিত নারী সংসদ সদস্যের জন্য ৪১ জনের নাম ঘোষণা করে আওয়ামী লীগ।
মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা নিয়ে গঠিত সংরক্ষিত আসনের এমপি হিসেবে মৌলভীবাজার জেলা মহিলা আ.লীগের সভাপতি সৈয়দা জোহুরা আলাউদ্দিনের নাম ঘোষণা করা হয়েছে।
তিনি কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, রাউৎগাওয়ের মরহুম আলাউদ্দিন সাহেবের সহধর্মিণী।