কুলাউড়ায় ভোক্তা অধিকারের অভিযান
প্রকাশিত হয়েছে : ৬ ফেব্রুয়ারি ২০১৯, ৪:২৫ অপরাহ্ণ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দক্ষিণবাজার, চৌমুহনা, স্টেশন রোড, উত্তরবাজারসহ বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ ৬ ফেব্র“য়ারি বুধবার ১০টা থেকে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
কুলাউড়া থানা পুলিশ ফোর্সের সহযোগিতায় ফ্রিজের মধ্যে রান্না করা ও কাঁচা মাছ এক সাথে রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা, রাস্তার পাশে খোলা ভাবে খাদ্য পণ্য বিক্রয় করা, মিষ্টির শিরাতে মশা ও মাছি পাওয়া, যথাযথ কতৃপক্ষের কাছ থেকে লাইসেন্স সংগ্রহ না করাসহ বিভিন্ন অপরাধে উপজেলার দক্ষিণবাজারে অবস্থিত কুটুমবাড়ী রেষ্টুরেন্টকে ৭ হাজার টাকা, চৌমোহনার গ্রীন ভিউ রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত কামাল মিষ্টি ঘরকে ২ হাজার টাকা, উত্তরবাজারে অবস্থিত শাহপরাণ রেষ্টুরেন্টকে ৩ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।