মৌলভীবাজারে ৬ ফার্মেসিকে ২৪ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৯, ৩:৫৪ অপরাহ্ণ
মৌলভীবাজারের পৌর এলাকা ও সদর উপজেলার ৬টি ফার্মেসিকে ২৪ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ ৪ ফেব্রুয়ারি সোমবার সকাল সাড়ে ১০টা থেকে এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল আমিন।
অভিযানকালে ঔষধের মোড়কে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণের তারিখ এবং মূল্য লেখার বাধ্যবাধকতা লঙ্ঘন করা, ঔষধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত দাম লেখা, ঔষধের মান সঠিক রাখার জন্য নির্দিষ্ট তাপ মাত্রার ফ্রিজে রাখার নিময় থাকলেও ঔষধ বাহিরে রেখে বিক্রি করা, মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রয় করা, ফিজিশিয়ান সেম্পল বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে পৌর এলাকার কোর্ট রোডস্থ জান্নাত মেডিকোকে ৫ হাজার টাকা, আবিদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, চৌমোহনায় আহম্মদ মেডিকেল হলকে ১০ হাজার টাকা, নতুন বাজারে অবস্থিত উত্তরা ফামের্সীকে ১ হাজার টাকা, শমসেরনগর রোডে অবস্থিত মিতালী ফামের্সীকে দেড় হাজার টাকা, মাতারকাপনে অবস্থিত মাতার কাপন ফামের্সৗকে দেড় হাজার টাকাসহ মোট ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
অভিযানে সহযোগিতা করেন ক্যাব এর সদস্য ডা. ফয়সল আহমদ, ঔষধ তত্তা¡বধায়ক এর প্রতিনিধ মনি শঙ্কর, মৌলভীবাজার ফামের্সী মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল রউফ মানিক ও মডেল থানার পুলিশ ফোর্স।