আলহাজ ইমরান উদ্দিন চেয়ারম্যান জামিন পাওয়ায় যুক্তরাজ্যে শুকরিয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ৪ ফেব্রুয়ারি ২০১৯, ৭:১৫ অপরাহ্ণ
যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক আলহাজ মো. জসিম উদ্দিনের ছোট ভাই ৫নং উত্তর ফেঞ্চুগঞ্জের চেয়ারম্যান আলহাজ মো. ইমরান উদ্দিনের কারাগার থেকে মুক্ত হওয়ায় শুকরিয়া স্বরূপ সিরাজাম মুনিরায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার রাজনৈতিক মামলায় কারাভোগকারী ইমরান আহমদের জামিন হলে তার শুকরিয়া হিসাবে তাৎক্ষণিক সিরাজাম মুনিরায় দোয়া মাহফিল হয়। দোয়া পরিচালনা করেন সিরাজম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের প্রিন্সিপাল সৈয়দ শায়খ ফাদি সিরিয়া। এসময় উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরার পরিচালক আলহাজ হাফিয সাব্বির আহমদ।
উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি সিলেট আদালতে একটি রাজনৈতিক মামলায় হাজিরা দিতে গেলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। গতকাল আদালত তাকে জামিন দেয়।
আলহাজ মো. ইমরান উদ্দিন বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। তিনি আলহাজ শামছুদ্দীন ট্রাস্টের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর, সিলসিলা ইসলামিক সোসাইটি ইউকের পরিচালক।