মৌলভীবাজারে বাম গণতান্ত্রিক জোটের কালো পতাকা মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ৩০ জানুয়ারি ২০১৯, ৫:৩৪ অপরাহ্ণ
শহর প্রতিনিধি
বিতর্কিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিল করে তদারকি সরকারের অধীনে পূণরায় নির্বাচনের দাবিতে মৌলভীবাজারে মানববন্ধন ও কালো পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা কমিটি।
আজ ৩০ জানুয়ারি বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষ বলু। সিপিবি নেতা রমাপদ ভট্টাচার্য যাদুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি মকবুল হোসেন, যুব ইউনিয়নের জেলা সভাপতি অ্যাড. মাসুক মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সাধারণ সম্পাদক পিনাক দেব, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক বিপাশা দাশগুপ্তা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কলেজ শাখার সাধারণ সম্পাদক বিশ্বজিত নন্দী।
এ সময় বক্তারা বলেন, ভুয়া ভোটের ভূয়া নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। এরকম হাস্যকর মনগড়া তথ্য দিয়ে গণরোষ বেশিদিন দমানো সম্ভব হবেনা।