মতবিনিময় সভায় আলহাজ হাফিয সাব্বির আহমদ
সত্য গোপনকারী সাংবাদিকদের আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে
প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০১৯, ৫:১৭ অপরাহ্ণ
কাতারে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত সিরাজাম মুনিরা অ্যাডুকেশন সেন্টারের পরিচালক ও সাপ্তাহিক পূর্বদিক পত্রিকার প্রকাশক আলহাজ হাফিয সাব্বির আহমদ বলেছেন, বিশ্বব্যপী কিছু সাংবাদিক ও সংবাদমাধ্যম সুক্ষ্মভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে ইসলামের সাথে মিলিয়ে দিচ্ছে। কোথাও কোন ধরনের নাশকতা হলে কোন ধরনের জাজমেন্ট ছাড়াই সেটা মুসলমানদের উপর চাপিয়ে দেয়া হয়। যখন তথ্য প্রমাণ আসে এটা কোন মুসলিম করেনি তখন তাকে বিচ্ছিন্ন ঘটনা হিসাবে প্রকাশ করা হয়। সাংবাদিকতা একটা মহান পেশা। এটা একটা গুরু দায়িত্ব। দায়িত্ব পালনের ক্ষেত্রে জেনেশুনে সত্য গোপন করলে তার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, সংবাদমাধ্যমের অপপ্রচার ও অপব্যবহার বন্ধ না হলে ইনসাফপূর্ণ সমাজ কায়েম করা যাবে না। এক্ষেত্রে সৎ সাংবাদিকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। ধর্ম-বর্ণ, দেশ-সম্প্রদায় নির্বিশেষে সাদাকে সাদা আরো কালোকে কালো হিসাবে উপস্থাপন করা সাংবাদিকদের দায়িত্ব। তিনি ঘটনার ভেতরের ঘটনা ও নেপথ্য কাহিনী অনুসন্ধান করে সঠিক তথ্য পাঠকের সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
গত ২৬ জানুয়ারি শনিবার মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বাংলাদেশ লেখক সাংবাদিক এসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় একথাগুলো বলেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাতার আল ইসলাহর সভাপতি মাওলানা সৈয়দ মারুফ আহমদ, সহ সভাপতি হাফিজ তুতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান লাকি, সহ সাধারণ সম্পাদক হাফিজ আজিজুর রহমান সাগর, সাংগঠনিক সম্পাদক হাফিজ আমিনুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ইব্রাহীম খান, সহ প্রচার সম্পাদক সালমান খান রুয়েল, মহানগর শাখার সাধারণ সম্পাদক এহসানুল মাহমুদ নাজিম, আলখোর শাখার সভাপতি হাফিজ সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ ও সাংবাদিক নেতৃবৃন্দ।