জুড়ীতে বাড়িতে হামলা ও ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৮, ১:৩৫ অপরাহ্ণ
জুড়ি প্রতিনিধিঃ
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে মোঃ জাকির হোসেনের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগ নেতা আরিফ ও তার সহযোগীরা। ছাত্রলীগ নেতারা জাকির হোসেনের ঘর ভাঙচুর করে চলে যাওয়ার সময় পোল্ট্রি ফার্মে আগুন দেয়। খবর পেয়ে প্রতিবেশী ও ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকান্ডে জাকিরের পরিবারের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তখন উত্তেজিত ছাত্রলীগ নেতারা মোঃ জাকির হোসেনের ঘরের স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, দীর্ঘ দিন যাবত বিভিন্ন বিষয় নিয়ে জাকিরের সাথে ছাত্রলীগ নেতা আরিফ ও তার সহযোগীদের বিরোধ চলছিল। এর প্রতিশোধ নিতে আরিফ তার সহযোগিদের নিয়ে জাকিরের বাড়িতে হামলা চালায়। এতে মোঃ জাকির হোসেন অনেক ক্ষয়ক্ষতি হয়।
মোঃ জাকির হোসেনের পিতা মোঃ ময়না মিয়া এ বিষয়ে থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অপারগতা প্রকাশ করে বলে, উপরের চাপ আছে মামলা নেয়া যাবে না।
এবিষয়ে জুড়ী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার সাইফুল ইসলাম বলেন, অনেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।