ছাত্রদল নেতা রাসেলের বাড়িতে ছাত্রলীগের হামলা ও ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১০ ডিসেম্বর ২০১৭, ৮:২৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
ছাত্রদল নেতা রাসেল মিয়ার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে ছাত্রলীগ সন্ত্রাসীরা। আজ ১০ ডিসেম্বর রোববার রাজনগর উপজেলার কাছাড়ী গ্রামে সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগের কাওছার, সাগর ও তাজের নেতৃত্বে এই হামলা ও বসতঘরে ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। এই হামলায় রাসেলের মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সিলেট ইন্টারন্যাশলাল ইউনিভার্সিটি শাখার সহ-সাধারণ সম্পাদক রাসেল মিয়া বর্তমানে সুইডেন প্রবাসী। দেশে থাকতে রাজপথের সক্রিয় কর্মী হিসেবে তাঁর উপর অনেক মামলা ও হামলার ঘটনা ঘটেছে। বিশেষ করে রাজনগর উপজেলা ছাত্রলীগ নামধারী কাওছার আহমদ, সাগর আহমদ ও তারেক উদ্দিন তাজের সাথে তার চরম বিরোধ তৈরি হয়। বিভিন্ন সময় তারা রাসেল মিয়া ও তার পরিবারকে হুমকি ধমকি প্রদান করে আসছে। আজ ১০ ডিসেম্বর রোববার রাসেল বাড়িতে আছে মনে করে সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে রাসেলের গ্রামের বাড়ি রাজনগরের কাছাড়ী গ্রামের বসত বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এতে রাসেলের মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যরা আহত হয়েছেন।
এ ঘটনায় রাজনগর থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। উপরন্তু আসামীদের পক্ষে অবস্থান নিয়ে তাদেরকে থানা থেকে বের করে দেওয়া হয়।
রাসেল মিয়ার পিতা মো. আব্দুর রউফ সাংবাদিকদের জানান, হামলা ও ভাঙচুরের পর ০১৭৩৭ ৮৪৭৮৮৩ নম্বর থেকে তার ফোনে কল দিয়ে মামলা করলে প্রাণে হত্যা করা হবে বলে হুমকি দেয় সন্ত্রাসীরা।