মৌলভীবাজার চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০১৫, ১০:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির অষ্টাদশ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা শহরের পৌর কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে নব-নির্বাচিত চেম্বারের নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও চেম্বারের সাবেক সভাপতি মো. কামাল হোসেন। নির্বাচন কমিশনার আব্দুল হান্নান উপস্থিত আইনজীবী, সাংবাদিক, ব্যবসায়ী ও সুধীজনের সম্মুখে কমিটির নব-নির্বাচিত সদস্যদের নাম ঘোষণা করেন।
সাধারণ সভায় চেম্বারের সাবেক সভাপতি মো. কামাল হোসেনের সভাপতিত্বে ও সহ-সভাপতি আবু সুফিয়ানের পরিচালনায় বক্তব্য রাখেন, ডা: ছাদিক আহমদ, আমীর উদ্দিন বাবু, আবু তাহের চৌধুরী, রশীদ উদ্দিন প্রমুখ।
সভাপতির বক্তব্যে চেম্বার সভাপতি বলেন, চেম্বার কখনো কুক্ষিগত হয়নি। এই সংগঠনের গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রয়েছে। আর এর প্রমাণ হলো নির্বাচন অনুষ্ঠান করা।
তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে কর্মচারীর বেতন-ভাতা সুষ্ঠুভাবে দিয়ে এসেছি। তিনি সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে বাণিজ্য মেলার নামে চেম্বারের অনুমোদন নিয়ে এক বক্তার বক্তব্যের উত্তরে বলেন, মেলার নামে মাঠ বন্ধ করে রাখা হয়েছে এটা চেম্বার জানে না। এটা চেম্বারের দায় দায়িত্বের মধ্যেও পড়ে না। মেলায় মোটর সাইকেল প্রদর্শনী, লটারী, জুয়া ইত্যাদি দেখাশুনা চেম্বারের দায়িত্ব নয়। তিনি আরও বলেন, চেম্বার যদি মেলার আয়োজন করে তবে ঈদ, পূজা সামনে রেখে করবে না। এঅঞ্চলের ব্যবসায়ীদের যাতে ক্ষতি না হয় সেদিকে চেম্বারের সজাগ দৃষ্টি রয়েছে। আর চেম্বারের আয়োজনে মেলায় কোন অসামাজিক ও অনৈতিক কাজের অনুমোদন ও দেয়া হবে না।
কোন কোন বক্তার নির্বাচন বিষয়ে বক্তব্যে দৃষ্টি আকর্ষণ করে নির্বাচন কমিশনার আব্দুল হান্নান বলেন, নির্বাচনের শিডিউলের কপি প্রত্যেক সদস্যকে ডাকযোগে পাঠিয়েছি। যারা পান নাই তাদেরকে পুনরায় পাঠিয়েছি। পত্রিকায় এসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে তার প্রমাণ হলো আমি কোন সদস্যের কাছ থেকে লিখিত কোন অভিযোগ পাই নি।