নানা আয়োজনে মৌলভীবাজারে বড় দিন পালিত
প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০১৫, ৯:৩৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
বিশেষ প্রার্থনা, কেক কাটা, শুভেচ্ছা বিনিময়সহ নানা আয়োজনে মৌলভীবাজারে পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার মধ্যরাতে মৌলভীবাজার জেলা শহরের মিশন এলাকায় খ্রিস্টান প্রেসবিটেরিয়ান চার্চে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা। এরপর মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন কেক কেটে দিবসের উদ্বোধন করেন। এসময় সান্তাক্লোজ শিশু ও উপস্থিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শুক্রবার সকাল ১০টায় শুরু হয় উপাসনা পর্ব। গীর্জার সদস্য কাজল পাত্র উপাসনা পরিচালনা করেন। বেলা ১২টা পর্যন্ত উপাসনা চলে। উপাসনার পর শুভেচ্ছা বক্তব্য রাখেন, এডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ও সাথী পাত্র।
এদিকে দিবসটি উপলক্ষে মিশন এলাকার প্রেসবিটেরিয়ান চার্চসহ আশেপাশের এলাকায় আলোকসজ্জার আয়োজন করা হয়। সন্ধ্যায় সঙ্গীত পরিবেশনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।