কমলগঞ্জে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৫, ৬:২২ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
কমলগঞ্জ উপজেলার কুরমা চা বাগানে ঈদ-এ মিলাদুন্নবী উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার র্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলো দিশারী যুব সংঘ ও মুসলিম পঞ্চায়েত এর আয়োজনে কুরমা চা বাগান মসজিদের সম্মুখ থেকে ঈদ-এ মিলাদুন্নবীর র্যালী বের হয়। র্যালীটি কুরমা বাজার ও আশপাশ এলাকা প্রদক্ষিণ করে স্থানীয় কবরস্থান মাঠে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কুরমা চা বাগান জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্জ্ব ক্বারী মো. ওয়ারিশ উদ্দিনের সভাপতিত্বে ও সরদার কাসেম আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, মামুনুর রশীদ, আফজাল হোসেন, ক্বারী আব্দুস ছালাম প্রমুখ।