মৌলভীবাজারে ওলো ফোরজি ইন্টারনেট সুবিধার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০১৫, ৯:৪২ পূর্বাহ্ণ
মো: মাহবুবুর রহমান রাহেল ::
মৌলভীবাজারে ইন্টারনেট সেবা প্রদানকারী নেটওয়ার্ক ওলো ফোরজির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের রেস্ট ইন হোটেলের হল রুমে উদ্বোধন অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ওলো ফোরজির মৌলভীবাজার শাখার ডিসট্রিবিউটর মো. মনসুর আহমদ এর সভাপতিত্বে ও তানিয়া আক্তার এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হেড অপ কর্মাশিয়াল ডিভিশন নিয়াজ মাহমুদ, প্রধান বিক্রয় ব্যবস্থাপক মো: মাহবুবুর রহমান খাঁন প্রমুখ।
কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানটির শুভ সূচনা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক সরওয়ার আহমদ, নুরুল ইসলাম শেফুল, বকশী মিছবাউর রহমান, আনহার আহমদ সমশাদ, সালেহ এলাহী কুটি প্রমুখ।
এসময় বিভিন্ন প্রশ্নের জবাবে ওলোর হেড অপ কর্মাশিয়াল ডিভিশন নিয়াজ মাহমুদ জানান, এই কোম্পানীটি সর্বপ্রথম ঢাকাতে ওয়াইম্যাক্স দিয়ে তাঁদের যাত্রা শুরু করে। চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে যশোর, গোপালগঞ্জ, সিলেট ও ময়মনসিংহে ফোর জি সুবিধা চালু রয়েছে। এখন থেকে মৌলভীবাজার শহরেও এই সুবিধা পাওয়া যাবে।
তবে ব্যবহারকারীরা জেলা শহরের চতুর্দিকে দেড় কিলোমিটার পর্যন্ত এই সুবিধা ব্যবহার করতে পারবেন। পরবর্তীতে এর সীমারেখা আরও প্রসারিত করা হবে।
তিনি আরও জানান, যারা ইন্টারন্টে ব্যবহার করে থাকেন সেইসব ব্যবহারকারীরা আপলোড ও ডাউনলোড দুই ক্ষেত্রেই সমান স্পীড পাবেন। এই সুবিধা পেতে ্এ্যাপল আইপেড ওয়ার, সনি, স্যামসাং, এলজি, এইচটিসি, টিপিলিংক, হুয়াইসহ কিছু সেটে এই সুবিধা চালূ করা যাবে। তবে ফোরজি’র রাউটার ব্যবহার করলে ভালো স্পীড পাওয়া যাবে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।