কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০১৫, ১০:৪৫ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় সড়ক দুর্ঘটনায় লাইলী বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
সোমবার দুপুরে কুলাউড়ার স্কুল চৌমুহনী এলাকায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
নিহত লাইলী উপজেলার হাজিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে মৃত আত্তর আলীর স্ত্রী।
স্থানীয় সুত্র জানায়, লাইলী বেগম পারিবারিক কাজে একটি অটোরিকশায় ছেলেকে সাথে নিয়ে কুলাউড়া শহরের চৌমুহনী এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।