শ্রীমঙ্গলে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৭ দশমিক ৪
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৫, ৪:৩৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোববার সকাল ৬টা ২০ মিনিটে দেশের সর্বনি¤œ তাপমাত্রা ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিকে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমে যাওয়ার কারণে চা বাগান এলাকাসহ জেলার গ্রামাঞ্চল ও শহরের মানুষ তীব্র শীতে কষ্ট পাচ্ছে। বৃদ্ধ ও শিশুরা ডায়রিয়াসহ বিভিন্ন রোগ ব্যাধীতে আক্রান্ত হচ্ছে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার হারুনুর রশীদ পূর্বদিককে জানান, উত্তরা বাতাসটি ভারত থেকে এঅঞ্চলের দিকে ধাবিত হওয়ার কারণে শৈত্যপ্রবাহের সৃষ্টি হয়েছে। তিনি জানান, এই শৈত্যপ্রবাহটি পুরো সপ্তাহ জুড়ে চলমান থাকবে। তবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত তাপমাত্রা উঠানামা করবে বলেও তিনি জানান।
এদিকে তীব্র শীতের কারণে বৃদ্ধ ও শিশুরা আক্রান্ত হচ্ছে বেশি। শিশুদের ডায়রিয়াসহ নানা রোগ ব্যাধী হচ্ছে। বৃদ্ধরা কোমরে ব্যথাসহ বিভিন্ন উপসর্গে কষ্ট পাচ্ছে।
এছাড়া গ্রামাঞ্চলে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে। গরীব ও দুস্থরা শীতের কাপড়ের অভাবেও কষ্ট পাচ্ছে। লোকালয়ে মানুষের আনাগোনা সীমিত হয়েছে। মানুষজন আগুন জ্বালিয়ে শীত নিবারণ করার চেষ্টা করছে। চা বাগান এলাকাসহ পাহাড়ি এলাকায় শীতের প্রকোপ আশঙ্কাজনকহারে বেড়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।