নানা কর্মসূচীতে মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০১৫, ৬:১৭ পূর্বাহ্ণ
তমাল ফেরদৌস ::
জাতীয় পতাকা উত্তোলন, শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন, স্মৃতিচারণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ২০ ডিসেম্বর স্থানীয় শহীদ দিবস পালিত হয়েছে।
আজ ২০ ডিসেম্বর মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস। রোববার সকালে জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড, জেলা আওয়ামী লীগ, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) ফারুক আহমদ প্রমুখ।
এছাড়া বিকেল ৩টায় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা সাংস্কৃতিক কর্মী পরিষদ ও মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ড এর উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
১৬ই ডিসেম্বর বিজয়ের পর মৌলভীবাজার জেলার মুক্তিযোদ্ধারা মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয়ে অবস্থান গ্রহণ করে। ২০ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা আনন্দ ফূর্তিতে দিন কাটাচ্ছিল। ২০ ডিসেম্বর সকাল বেলা হঠাৎ আকস্মিক বিস্ফোরণে কেঁপে ওঠে সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্যাম্প। চোখের নিমেষেই তুলোর মতো ওড়ে যায় বিদ্যালয়ের চালের টিন। উপস্থিত মুক্তিযোদ্ধাদের দেহ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে চারিদিকে। শহর ও শহরতলির মানুষের মধ্যে যুদ্ধকালীন আতঙ্ক ছড়িয়ে পড়ে। পলকেই তছনছ হয়ে যায় পুরো এলাকা।
শতাধিক মুক্তিয়োদ্ধা ও তাদের দেখতে আসা আত্মীয়-স্বজনের হতাহতের ঘটনা ঘটে। বিজয়ের আনন্দ ভূলে যায় মৌলভীবাজারবাসী। পরে ছিন্নভিন্ন মুক্তিযোদ্ধাদের দেহ একত্রিত করে সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণ-পূর্ব অংশে কেন্দ্রিয় শহীদ মিনারের পাশে সমাধিস্থ করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়।
এরপর থেকে এই দিনটি মৌলভীবাজার স্থানীয় শহীদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। দিবসটি এলে বিভিন্ন সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করে।
পরবর্তী সময়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ক্যাম্পে অবস্থানরতদের কিছু শহীদের নাম উদ্ধার করে। এইসব নামের তালিকা দিয়ে স্থানীয় শহীদদের নামে একটি স্মারকস্তম্ভ নির্মাণ করা হয়েছে।
স্মৃতিস্তম্ভে উল্লেখিত শহীদ মুক্তিযোদ্ধারা হলেন, শহীদ সুলেমান মিয়া, শহীদ রহিম বক্স খোকা, শহীদ ইয়ানুর আলী, শহীদ আছকর আলী, শহীদ জহির মিয়া, শহীদ ইব্রাহিম আলী, শহীদ আব্দুল আজিজ, শহীদ প্রদীপ চন্দ্র দাস, শহীদ শিশির রঞ্জন দেব, শহীদ সত্যেন্দ্র দাস, শহীদ অরুন দত্ত, শহীদ দিলীপ দেব, শহীদ সনাতন সিংহ, শহীদ নন্দলাল বাউরী, শহীদ সমীর চন্দ্র সোম, শহীদ কাজল পাল, শহীদ হিমাংশু কর, শহীদ জিতেন্দ্র চন্দ্র দেব, শহীদ আব্দুল আলী, শহীদ নুরুল ইসলাম, শহীদ মোস্তফা কামাল, শহীদ আশুতোষ দেব, শহীদ তরণী দেব, শহীদ নরেশ চন্দ্র ধর।#