মৌলভীবাজারে ট্রাকের চাপায় শিশু নিহত
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫, ৮:২৩ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি ::
মৌলভীবাজার শহরের চৌমোহনাস্থ টিসি মার্কেট এলাকায় ট্রাকের চাপায় সাজনা বেগম (৭) নামে এক শিশু পথচারী নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
নিহত সাজনা জেলার শ্রীমঙ্গল উপজেলার ভুজপুর গ্রামের ফয়জুল মিয়ার কন্যা।
পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মায়ের সাথে শিশুটি মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী গ্রামের নানা বাড়ি বেড়াতে এসেছিলো। পথিমধ্যে টিসি মার্কেটের সম্মুখে সিএনজি অটোরিক্সা থেকে নেমে রাস্তা পারাপারের সময় বালু বোঝাই ট্রাকটি তাঁকে চাপা দিয়ে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।
এসময় উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে।
মৌলভীবাজার সদর থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান এসআই।