মৌলভীবাজার পৌরসভায় চলছে মেয়র প্রার্থীদের জনসংযোগ
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
তমাল ফেরদৌস ::
জমে ওঠেছে মৌলভীবাজার পৌরসভা নির্বাচন। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা প্রচারণায় মেতে ওঠেছেন। রাত দিন চলছে জন সংযোগ।
এবার সব বিভেদ ভূলে নৌকা প্রতীক নিয়ে আওয়ামীলীগ প্রার্থীর সমর্থনে জন সংযোগে নেমেছেন সর্বস্তরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে এরকম একটি দৃশ্য দেখা যায় দলীয় মনোনীত প্রার্থী ফজলুর রহমানের জনসংযোগে। শহরের চৌমোহনার নির্বাচনী কার্যালয় থেকে শুরু হয়ে পশ্চিমবাজার পর্যন্ত জনসংযোগ চলে।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ ও জেলা পরিষদ প্রশাসক মো. আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, কামাল হোসেন, সৈয়দ নওশের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মসুদ আহমদ সাধারণ সম্পাদক আনকার আহমদ, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা যুবলীগ সম্পাদক নাহিদ আহমদ প্রমুখ।
অপরদিকে বিএনপি দলীয় প্রার্থী অলিউর রহমান ধানের শীষ নিয়ে জনসংযোগ করেছেন শহরের কোর্ট এলাকায়। এসময় উপস্থিত ছিলেন এডভোকেট মুজিবুর রহমান মুজিব, এডভোকেট আনোয়ার আক্তার চৌধুরী প্রমুখ।
এদিকে ওয়ার্কার্স পাটির প্রার্থী সৌমিত্র দেব, ন্যাশনাল পিপলস পার্টি (এনএনপি) প্রার্থী সৈয়দ সুজাত আলী, ইসলামী আন্দোলন প্রার্থী মোস্তফা কামালকেও বিভিন্ন সময়ে জনসংযোগে দেখা গেছে।