সায়রা মহসীনকে সংবর্ধনা দিলো উপজেলা ও পৌর আওয়ামীলীগ
প্রকাশিত হয়েছে : ১৫ ডিসেম্বর ২০১৫, ১১:০৯ পূর্বাহ্ণ
তমাল ফেরদৌস ::
মৌলভীবাজার-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনকে সংবর্ধনা দিলো মৌলভীবাজার সদর উপজেলা ও পৌর আওয়ামীলীগ। মঙ্গলবার বিকেলে শহরের শ্রীমঙ্গল রোডস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ের সম্মুখে এই সংবর্ধনা দেওয়া হয়।
সমাজকল্যাণমন্ত্রী ও মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ মহসীন আলীর আসনে উপ-নির্বাচনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার পর গত ৬ ডিসেম্বর শপথ গ্রহণ করেন সৈয়দা সায়রা মহসীন।
শপথের পর মঙ্গলবার ঢাকা থেকে প্রথমবারের মতো মৌলভীবাজার আসেন তিনি। বিকেল ৪টায় তিনি হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী (র.) এর মাজার ও মরহুম স্বামী সৈয়দ মহসীন আলীর কবর জিয়ারত করেন। এরপর বিকেলে সংবর্ধনা সভায় তিনি যোগ দেন।
সংবর্ধনাস্থলে আসলে তাঁর উদ্দেশ্যে শ্লোগান দেন নেতাকর্মীরা। এসময় তাঁকে নৌকা প্রতীকের ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এরপর সংবর্ধনা সভায় জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি মো. ফিরোজের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতি মসুদ আহমদ, সাধারণ সম্পাদক আনকার আহমদ, মুহিবুর রহমান তরপদার, সৈয়দ নওশের আলী খোকন, পৌর আওয়ামীলীগ সভাপতি আতাউর রহমান লোকমান, এমদাদুল হক মিন্টু, আব্দুল মতিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল, রাজনগর উপজেলা চেয়ারম্যান আছকির খাঁন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগ নেতা, এম এ রহিম, সৈয়দা সানজিদা শারমিন, সৈয়দা সাবরিনা শারমিন প্রমুখ।