শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানালো কুলাউড়া সাংবাদিক সমিতি
প্রকাশিত হয়েছে : ১৪ ডিসেম্বর ২০১৫, ৬:৩৯ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীর শ্রেষ্ঠ সন্তানদের প্রতি জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিট।
১৪ ডিসেম্বর সোমবার দুপুরে স্বাধীনতা স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি এই শ্রদ্ধা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন, সীমান্তের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদকমন্ডলীর সভাপতি রফিকুল ইসলাম টিপু, অনলাইন মহানগর আওয়ামীলীগের সভাপতি প্রবাসী লোকমান হোসেন আনু, প্রবাসী সাংবাদিক হাবিবুর রহমান ফজলু, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সহ-সভাপতি বিশ্বজিৎ দাস, নির্বাহী সদস্য মোক্তাদির হোসেন, শহীদুল ইসলাম তনয়, সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শরীফ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ যুগ্ম আহব্বায়ক হোসেন মনসুর, দৈনিক উত্তরপূর্বের কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, সাংবাদিক সমিতির নির্বাহী সদস্য সুমন আহমেদ, সদস্য নাজমুল বারী সুহেল, জিয়াউল হক জিয়া, মাহফুজ শাকিল, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তায়েফ মোহাম্মদ নিয়াজুল ইসলাম, সহ সম্পাদক সামছুল ইসলাম, ব্যবসায়ী আছকর আলী, আনোয়ার হোসেন, মহরম আলী প্রমুখ।