রাজনগরে আদালতের রায় অমান্যের অভিযোগ ॥ বাদীর সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০১৫, ৪:৫০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি:
রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এছাড়া বিদ্যালয়ের খাতাপত্র ও কাগজাদি বিক্রি করা হয়েছে বলে সংবাদ সম্মেলন করে মামলার বাদী অভিযোগ করেছেন ।
শনিবার দুপুরে রাজনগর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন, মামলার বাদী লুৎফুর রহমান গেদু। তিনি লিখিত বক্তব্যে বলেন, রাজনগর উপজেলার প্রাচীন বিদ্যাপিঠ ‘পোর্টিয়াস মডেল উচ্চ বিদ্যালয়’ ১৮৯৩ সালে তৎকালীন সিলেটের ডিসি জন আব্রাহাম পোর্টিয়াস প্রতিষ্ঠা করেন।
প্রাচীন এ বিদ্যালয়ের বিগত ম্যানেজিং কমিটির ৪ সদস্য পদত্যাগ করায় শিক্ষা বোর্ড উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি এডহক কমিটি গঠন করে দেয়। এডহক কমিটি ত্রুটিপূর্ণ ভোটার তালিকা প্রণয়ন করে গত ৩ অক্টোবর নির্বাচনের আয়োজন করে। শুরুতেই এর সঠিক সমাধানের জন্য রিটার্নিং কর্মকর্তাকে জানালেও তিনি এর সঠিক সমাধান করেন নি।
এনিয়ে তিনি মৌলভীবাজার সহকারী জজ আদালতে মামলা (৬৫/২০১৫) করলে আদালত সংশ্লিষ্টদের কারণ দর্শানোর নোটিশ দেন। পরে ২ নভেম্বর আদালত ম্যানেজিং কমিটির যাবতীয় কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেন। এবিষয়ে স্থগিতকৃত ম্যানেজিং কমিটির সদস্যরা আদালতে জবাব দিলে উভয় পক্ষের শুনানি শেষে ২৯ নভেম্বর আদালত মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ম্যানেজিং কমিটির উপর স্থগিতাদেশ দেন।
মামলার বাদী লুৎফুর রহমান গেদু তার লিখিত বক্তব্যে আরও বলেন, আদালতের এই স্থগিতাদেশ উপেক্ষা ও অমান্য করে কমিটির সদস্যরা বিদ্যালয়ে গত ৫ ও ১০ ডিসেম্বর বৈঠক করেছেন। বিদ্যালয়ের কার্যক্রমে বাঁধা ও নিজেদের স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে ম্যানেজিং কমিটির সদস্যের নামে ব্যাংকিং লেনদেন করার প্রক্রিয়া চালাচ্ছেন। এছাড়াও গত ১ ডিসেম্বর বিদ্যালয়ের খাতাপত্র, কাগজাদি ফেরিওয়ালার নিকটও বিক্রি করেছেন।
বিষয়টি প্রধান শিক্ষক জিল্লুর রহমান ও রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে তৎক্ষনাৎ মৌখিক ও পরে লিখিতও জানান।