নানা কর্মসূচীতে মৌলভীবাজার মুক্ত দিবস পালন
প্রকাশিত হয়েছে : ৮ ডিসেম্বর ২০১৫, ৭:৪৩ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমালা অর্পন, বিজয় র্যালী, আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে ৮ ডিসেম্বর মৌলভীবাজার মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় জেলা শহরের চাঁদনীঘাট এলাকায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভোরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে কমপ্লেক্সে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করেন, মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীনের পক্ষে, জেলা প্রশাসক মো. কামরুল হাসান, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সম্পাদক নেছার আহমদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামালউদ্দিন প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, সাবেক মহিলা সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মিছবাহুর রহমান, আওয়ামীলীগ নেতা আজমল হোসেন, জেলা যুবলীগ সভাপতি ও মেয়র প্রার্থী ফজলুর রহমান ও জেলার বিভিন্ন স্থান থেকে আগত মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের স্বপক্ষের ব্যক্তিবর্গ ও সাংস্কৃতিক কর্মীরা।
এরপর কমপ্লেক্সের সম্মুখ থেকে একটি বিজয় র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট রোডস্থ শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।
শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. জামালউদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আব্দুল ওয়াহাব চৌধুরী, জেলা আওয়ামীলীগ সম্পাদক নেছার আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আনসার আলী, আব্দুল আহাদ মিনার প্রমুখ।