সিপিবি সভাপতির প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিত হয়েছে : ৭ ডিসেম্বর ২০১৫, ১২:৪৮ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে মিশন জিহাদ নামে একটি জঙ্গী গোষ্ঠীর প্রাণনাশের হুমকির প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ হয়েছে।
সোমবার সন্ধ্যায় সিপিবি-বাসদ মৌলভীবাজার জেলা কমিটি মৌলভীবাজার শহরের চৌমোহনা চত্বরে এ বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন, সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান।
সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক নিলিমেষ ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, বাসদ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক ময়নুর রহমান মগনু, যুব ইউনিয়ন জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর জয়েস ও ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি কামরুল হাসান মিজু।
পরে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #