শপথ নিলেন সৈয়দা সায়রা মহসীন
প্রকাশিত হয়েছে : ৬ ডিসেম্বর ২০১৫, ৫:৪৯ অপরাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
শপথ নিলেন মরহুম সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলীর সহধর্মিনী মৌলভীবাজার সদর (সদর ও রাজনগর) আসনের সদ্য বিজয়ী সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন।
রোববার বিকেলে সংসদ সচিব মো. আশরাফুল মকবুলের পরিচালনায় জাতীয় সংসদ ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দ
সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন শপথের সত্যতা নিশ্চিত করে পূর্বদিককে জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. শাহাবউদ্দিন, হুইপ আতিউর রহমান আতিক, শহীদুজ্জামান সরকার ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ।
এসময় মৌলভীবাজার জেলা, থানা ও পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।