মৌলভীবাজারে ধান কাটার যন্ত্র রিপার প্রদর্শনী
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৫, ৭:৪৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
মৌলভীবাজারের ধান কাটার মেশিন রিপার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ধান কাটার শ্রমিক সংকট নিরসন ও উৎপাদন খরচ কমানোর জন্য কৃষকদের উদ্বুদ্ধ করার লক্ষে এই ধান কাটার মেশিন রিপার প্রদর্শনী করা হয় বলে কৃষি কর্মকতা জানান।
খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ও মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে সোমবার সকালে সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে মেশিন রিপার প্রদর্শনী ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়, মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক, মো. শাহজাহান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান, সদর কৃষি কর্মকর্তা কাজী লুৎফুল রাবী প্রমুখ।
ধান কাটার মেশিন রিপার এর বৈশিষ্ট হলো এক লিটার তেলে এক একর জায়গার ধান কাটা যায়।