ডিসি-ডিএম সম্মেলন শেষ ॥ বড়লেখা হয়ে ভারতের সাথে চালু হবে রেল যোগাযোগ
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৫, ১০:৩৪ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল প্রতিনিধি ::
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শেষ হয়েছে তিন দিনব্যাপী ডিসি-ডিএম সম্মেলন।
সম্মেলনে দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এর মধ্যে মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর থেকে ভারতের লাতু হয়ে করিমগঞ্জে রেল যোগাযোগ, সুনামগঞ্জের সীমান্ত হাটের অগ্রগতি, বড়লেখায় নতুন আরও একটি সীমান্ত হাট চালু, আইসিপির উন্নয়ন, মাদক, চোরাচালান ও সীমান্তে শান্তিপূর্ণ সহাবস্থানসহ ১১টি প্রস্তাবনা সম্পাদন ও সহজতরকরণ বিষয়ে উভয়ে একমত পোষণ করে সোমবার দুপুরে একটি চুক্তি স্বাক্ষর করেন।
শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান টি-রিসোর্ট এন্ড গলফে সম্মেলনে বাংলাদেশের পক্ষে ১৩ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্ব দেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. কামরুল হাসান। ভারতের পক্ষে ৮ সদস্য দলের নেতৃত্ব দেন কাছাড় জেলার জেলা ম্যাজিস্ট্র্যেট শ্রী এস বিশ্বনাথন।
এছাড়াও সম্মেলনে বিগত জানুয়ারী মাসে ভারতের শিলচরে ডিসি-ডিএম পর্যায়ের বৈঠকে গৃহিত সিদ্ধান্তগুলোর অগ্রগতি নিয়ে আলোচনা হয়।