জুড়ীতে বঙ্গবন্ধুর উপর কুইজ প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ২৭ নভেম্বর ২০১৫, ৫:২০ অপরাহ্ণ
সাইফুল ইসলাম সুমন, জুড়ী ::
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে তৈরী ‘গ্রাফিক নভেল সিরিজ মুজিব’ এর আওতায় “পড় মুজিব” শিরোনামে সিলেট বিভাগে শুরু হয়েছে স্কুল ভিত্তিক কুইজ প্রতিযোগিতা। সম্প্রতি জুড়ী থেকে শুরু হয় এই কার্যক্রম।
সেন্টার ফর রিসার্চ এ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এর আয়োজনে পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতার আলোচনা সভায় সভাপতিত্ব করেন, পাতিলাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক তাজুল রহমান।
সানাউল ইসলাম চৌধুরী শাওনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীন শিক্ষাবিদ আলহাজ্ব তাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজ সেবক উপজেলা যুবলীগ নেতা আমিনুল ইসলাম চৌধুরী খুকু, এমইউ শিক্ষা সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, সিআরআই এর প্রতিনিধি শাহান আহমদ প্রমুখ।
উক্ত কুইজ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নবম শ্রেণীর ছাত্র নাজমুল হাসান, ২য় স্থান অধিকার করে ৭ম শ্রেণীর ছাত্রী বৃস্টি রানী, ৩য় স্থান অধিকার করে নবম শ্রেণীর ছাত্র জাহিদ চৌধুরী। বিশেষ পুরস্কার পান ৭ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া আক্তার ও ৭ম শ্রেণীর ছাত্র রাজিব দাশ।