বুধবার থেকে এমআরপি পাসপোর্ট ব্যবহার শুরু
প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০১৫, ১:২০ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মঙ্গলবার শেষ হলো হাতে লিখা পাসপোর্ট ব্যবহারের সময়সীমা। বুধবার থেকেই বিশ্বের কোন বিমানবন্দর হাতে লিখা পাসপোর্ট গ্রহণ করবে না। এক্ষেত্রে বিদেশ যাত্রীরা মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ব্যবহার করতে হবে।
গত ২৯ জুলাই এক বিজ্ঞপ্তির মাধ্যমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে। গত ৯ নভেম্বর পর্যন্ত দূতাবাসগুলো ২১ লাখ ১৫ হাজার ৯০১টি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ইস্যু করেছে।
আউটসোর্সিং কোম্পানীগুলো ইস্যু করেছে ১ লাখ ৯৭ হাজার ২২২টি। এছাড়া মিশনগুলোর প্রায় ৫৪ হাজার ৫৪০টি পাসপোর্ট বহির্গমন ও পাসপোর্ট অধিদপ্তরে মুদ্রণের অপেক্ষায় রয়েছে। ফলে লক্ষ্যমাত্রা অর্জন করতে এখনও ১১ লাখ ৩৩৭টি মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দিতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী সোমবার (২৩ নভেম্বর) পর্যন্ত পাসপোর্ট অধিদপ্তর সোয়া কোটি মানুষের হাতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তুলে দিতে পেরেছে।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী গত (১৯ নভেম্বর) বৃহস্পতিবার জাতীয় সংসদে জানান, এখনও ১১ লাখের বেশি প্রবাসী বাংলাদেশীকে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তুলে দেয়া সম্ভব হয়নি।