গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের মৃত্যুবার্ষিকী পালন
প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০১৫, ৬:১৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
নানা আয়োজনে উপমহাদেশের প্রখ্যাত গণসঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাসের ২৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার রাতে মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে আলোচনা সভা ও গণসঙ্গীত পরিবেশনা অনুষ্ঠিত হয়।
উদীচী শিল্পী গোষ্ঠীর মৌলভীবাজারের সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিসের সভাপতিত্বে আলোচনা সভায় হেমাঙ্গ বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন, লেখক ও গবেষক মাহফুজুর রহমান। পরে উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পীরা পরিবেশন করেন হেমাঙ্গ বিশ্বাসের বিখ্যাত গান ও গণসঙ্গীত।
উল্লেখ্য, বিখ্যাত গণসঙ্গীত শিল্পী ও সংগ্রামী হেমাঙ্গ বিশ্বাস ১৯১২ খ্রিস্টাব্দের ১৪ ডিসেম্বর হবিগঞ্জের মিরাশি জমিদার পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৮৭ খ্রিস্টাব্দের ২২ নভেম্বর কোলকাতায় তিনি মারা যান।