কুলাউড়ায় বাউবি’র পরীক্ষায় ৭ শিক্ষককে অব্যাহতি ॥ বহিস্কার ১৬
প্রকাশিত হয়েছে : ২০ নভেম্বর ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
কুলাউড়ায় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এসএসসি বিজ্ঞান পরীক্ষা চলাকালে দায়িত্ব অবহেলার জন্য ৭ শিক্ষককে অব্যাহতি ও পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১৬ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কার্যালয় সূত্র জানায়, কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা চলাকালে শুক্রবার সকাল ১১টায় কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান আকস্মিক পরিদর্শনে যান। এসময় দায়িত্বে অবহেলার কারণে ৭ শিক্ষককে অব্যাহতি ও পরীক্ষায় অসদুপায়ের দায়ে ১৬ পরীক্ষার্থীকে ১ বছরের জন্য বহিস্কার করেন।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাজমুল হাসান অব্যাহতি ও বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।