হরতালের প্রতিবাদে মৌলভীবাজারে মিছিল
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৫, ৯:০০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিনিধি ::
মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন চৌধুরী ও জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদের মৃত্যুদ-াদেশ আপিল বিভাগ বহাল রাখায় জামায়াতে ইসলামীর ডাকা সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে মৌলভীবাজার জেলা ছাত্রলীগ শহরে মিছিল ও সমাবেশ করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান রনির নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে মিছিলটি শহরের চৌমুহনা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌমুহনা চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হন। মিছিলে জেলা ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে জামায়েত ইসলামী সকাল সন্ধ্যা হরতাল ডাকলেও হরতালের কোন প্রভাব পড়েনি মৌলভীবাজার জেলার কোথাও। সকাল থেকে দোকান পাট খোলাসহ যানবাহন চলাচল করছে।