আওয়ামী লীগ প্রার্থী সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০১৫, ১১:০০ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মৌলভীবাজার সদর আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হতে যাচ্ছেন সৈয়দা সায়রা মহসীন। শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৫জন প্রার্থীর মধ্যে ৪জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে জেলা নির্বাচন কমিশন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিলেট ও জেলা নির্বাচন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) এস এম এজহারুল হক জানান, গত ১১ নভেম্বর আওয়ামীলীগ থেকে ১জন, জাতীয় পার্টি (এরশাদ) থেকে ১জন, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) থেকে ১জন এবং স্বতন্ত্র থেকে ২জন মনোনয়নপত্র দাখিল করেন।
শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই এর দিনে আওয়ামীলীগ প্রার্থী সৈয়দা সায়রা মহসীন ছাড়া অন্য প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ না হওয়ায় বাতিল ঘোষণা করা হয়। এর ফলে সৈয়দা সায়রা মহসীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এখন শুধুমাত্র ঘোষণা হওয়ার জন্য অপেক্ষা।
এদিকে শুক্রবার সন্ধ্যারাতে সৈয়দা সায়রা মহসীনকে সমর্থন জানিয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন জাতীয় পার্টির (এরশাদ) প্রাথী সৈয়দ নুরুল হক। এছাড়া শনিবার দিনভর স্বতন্ত্র প্রার্থী সোহেল আহমদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট প্রার্থী (বিএনএফ) মো. আশরাফ হোসেন, ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ খুরশীদ একইভাবে সমর্থন জানিয়ে নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন।
উল্লেখ্য, গত ১৪ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে এ্ই আসনটি শুণ্য ঘোষণা করে তফসিল ঘোষণা করা হয়।