জাকিরের জন্মদিনে মৌলভীবাজারে ছাত্রলীগের শোভাযাত্রা
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ৬:১৪ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মৌলভীবাজারের কৃতি সন্তান ছাত্রনেতা জাকির হোসাইন এর জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে আনন্দ শোভাযাত্রা ও মিষ্টি বিতরণ করেছে জেলা ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেলে জেলা ছাত্রলীগের চৌমোহনাস্থ কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় চৌমোহনায় এসে শেষ হয়।
ছাত্রলীগ জেলা শাখার সভাপতি ছাত্রনেতা মো: আসাদুজ্জামান রনির সভাপতিত্বে এবং জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ অপুর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক সৌদ আল সুপিয়ান সাগর প্রমুখ।
পরে নেতাকর্মীদের মিষ্টি বিতরণ করা হয়।