কয়েকশ’ জাতের তরি-তরকারী দিয়ে ঈশ্বরের উদ্দেশ্যে ভোগ
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ১২:৪৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজার সদর উপজেলার ভোজবল গোসাই বাড়িতে অন্নের (ভাতের) পাহাড় তৈরী করে তার চারপাশে কয়েকশ’ জাতের তরি-তরকারী দিয়ে বিশ্ব মঙ্গলার্থে ঈশ্বরের উদ্দেশ্যে বৃহস্পতিবার দুপুরে ভোগ নিবেদন করা হয়েছে।
জানা যায়, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশে তাঁর পিতা পর্বতসম অন্নের স্তুপ করে ও তার চারপাশে কয়েকশ’ জাতের ব্যাঞ্জন দিয়ে বিশাল ভোগ শ্রীশ্রী গোর্বধনের উদ্দেশ্যে নিবেদন করেন। এরপর থেকে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের পর শুক্লা তৃতীয়া তিথিতে হিন্দু ধর্মাবলম্বীরা সম্মিলিতভাবে বিশেষ এই ভোগের আয়োজন করে আসছেন। যার মুল উদ্দেশ্য জগতে শান্তি প্রতিষ্ঠিত হওয়া।
শ্রী মাধব পদ গোস্বামী জানান, বিশ্ব মঙ্গলের পাশাপাশি এই ভোগ দর্শনকারীদের বিশ্বাসার্থে পাপমোচন হয়ে পূণ্য নিহিত হয়।
এদিকে ভোজবলের গোসাই বাড়ি ছাড়াও জেলার শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুরে রবিজা প্রভুর বাড়িতে ও বাহুবলের মিরপুর শচি অঙ্গনে সর্বেশ্বর প্রভুর আশ্রমে প্রায় ৫ শতাধিক তরি-তরকারী দিয়ে এই ভোগ নিবেদন করা হয়। এ সকল অনুষ্ঠানে হাজার হাজার পূণার্থীর উপস্থিতি ঘটে।