মৌলভীবাজার পৌরসভার মেয়রের সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে : ১২ নভেম্বর ২০১৫, ১০:১২ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
একটি কুচক্রীমহল মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিতভাবে ভূইফোড় ও অখ্যাত অনলাইন ও অন্যান্য সামাজিক মিডিয়ায় সংবাদ পরিবেশন করে আমাকে ও আমার সহকর্মীদের নানাভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে। পৌরসভার উন্নয়ন বাঁধাগ্রস্থ ও ভাবমূর্তি নষ্ট করতেও এই প্রচারণা চালিয়ে যাচ্ছে। তাই প্রকৃত সত্য ঘটনাগুলো জানাতেই আজ আপনাদের এখানে আমন্ত্রণ জানিয়েছি।
বৃহস্পতিবার দুপুরে পৌর কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে উপরোক্ত কথাগুলো বলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, মৌলভীবাজার পৌরসভার পানি সরবরাহ শাখার সহকারী হিসাবরক্ষক (যা পৌরসভার ১৯৯২ইং সনের পৌরসভা কর্মচারী চাকুরী বিধিমালা অনুযায়ী সাংগঠনিকভুক্ত পদ নহে) শর্মিলা দেব পৌর পানি সরবরাহ শাখার কর্মকর্তা-কর্মচারীদের আনুতোষিকের ৮ লক্ষ ২৯ হাজার ২৬৯ টাকা, ভবিষ্যত তহবিলের ৫৫ হাজার টাকা ও অবচয় তহবিলের ১ লক্ষ ৫০ হাজার মিলে মোট ১০ লক্ষ ৩৪ হাজার ২৬৯ টাকা ও উক্ত টাকার সরল সুদ ৬ শতাংশ (১,৬৫,৯১২ টাকা) মিলে মোট ১২ লক্ষ ১৮১ টাকা জ্ঞাতসারে তছরুপ করেন। এরই প্রেক্ষিতে ভুক্তভোগী কর্মকর্তা-কর্মচারীরা আমার কাছে নালিশ করেছেন। তদনুযায়ী বিগত ১৪ মার্চ ২০১৩ সালে স্মারক নং ১৩/৯৮২ মূলে তহবিল তছরুপ করায় কারণ দর্শানোর নোটিশ ও টাকা প্রদানের আদেশ দেওয়া হয়।
এরপর বিগত ৩ এপ্রিল ২০১৩ সালে স্মারক নং ১৩/১২০৭ (৩) মূলে তাঁকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তছরুপকৃত টাকা জমা প্রদানের আদেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সাময়িক বরখাস্ত শর্মিলা দেব বিভিন্ন তারিখে আনসিক টাকা পৌরসভা তহবিলে জমা করে বিগত ১৪ মে ২০১৪ সালে স্বীকারোক্তিমূলক দরখাস্ত মেয়র বরাবর দাখিল করে। সর্বশেষ তার নিকট পাওনা ১ লক্ষ ৪৭ হাজার ৬৬৪ টাকা পরিশোধ করার জন্য বিগত ১৬ জুলাই ২০১৫ তারিখের স্মারক নং ১৫/২৯৮৬ (৩) মূলে চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়। তিনি উক্ত টাকা পরিশোধ না করে পুনরায় স্বপদে বহাল করার জন্য ৫ জুলাই ২০১৫ সালে মেয়র বরাবরে আবেদন করেন। পাওনা টাকা পরিশো না করায় এবং পৌরসভার ১৯৯২ইং সনের পৌরসভা কর্মচারী চাকুরী বিধিমালা অনুযায়ী সাংগঠনিকভুক্ত পদ না থাকায় তাঁকে স্বপদে বহাল করার সুযোগ নাই।
শর্মিলা দেব ২১ জুলাই ২০১৫ সালে উকিল নোটিশ ও গত ১৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মহামান্য হাইকোর্ট ডিভিশনে ১০৫৮৯ নং রীট পিটিশন দাখিল করে। উনার ছোট ভাই এর REDTIMESBD24.COM অনলাইনে পৌরসভা ও মেয়রের বিরুদ্ধে যে সংবাদ পরিবেশন করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এর রিপোর্টার শর্মিলা দেব এর আপন ভাই। আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, কাউন্সিলর ও প্যানেল মেয়র নাহিদ হোসেন, কাউন্সিলর আসাদ হোসেন মক্কু ও কাউন্সিলর আয়াছ আহমদ।