রাজনগরে হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৫, ৫:৩৬ অপরাহ্ণ
রাজনগর প্রতিনিধি :
জেলার রাজনগরে শাহ আরপিন (র.) হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক সাবেক হুইপ মো. আজিজুর রহমান।
মঙ্গলবার বিকেলে উপজেলার টেংরা ইউনিয়নের শালন গ্রামে এই মাদ্রাসার ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের প্রসিদ্ধ পীর আল্লামা হুসাম উদ্দীন চৌধুরী ফুলতলী।
টেংরা ইউনিয়ন চেয়ারম্যান মো. টিপু খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান বলেন, বিশে^র সব দেশের ভাষা ইংরেজি নয়। কিন্তু বিশে^র সব দেশেই ইংরেজি ভাষার প্রচলন আছে। তেমনি ভাবে আরবি ভাষাও সব দেশের ভাষা নয়। একমাত্র আল্লাহতায়ালা আরবী ভাষায় কোরআন শরীফ নাজিল করার কারণে বিশে^র সব দেশে এই ভাষার চর্চা হয়। কোরআন শরীফ বুঝার জন্য, ছোয়াবের জন্য। তাই বিশুদ্ধভাবে কোরআন শরীফ পড়া এবং শেখা সকলের জন্য কর্তব্য।
তিনি এই মাদ্রাসার উন্নয়নের আশ^াস দিয়ে বলেন, তার সাধ্যমতো মৌলভীবাজার জেলার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। স্বচ্ছভাবে আমরণ এ জেলার উন্নয়নে কাজ করে যাওয়াই তার ব্রত।