কমলগঞ্জে মধু চাষীদের প্রশিক্ষণ
প্রকাশিত হয়েছে : ১০ নভেম্বর ২০১৫, ৪:৪৪ অপরাহ্ণ
কমলগঞ্জ প্রতিনিধি ::
জেলার কমলগঞ্জে মধুচাষীদের নিয়ে একদিনের বিসিক ওরিয়েন্টেশন ও দুই সপ্তাহের এ্যাপিস মেলিফেরা প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে আদমপুর মধ্যভাগ হেরেঙ্গাবাজার হাফিজিয়া মাদ্রাসায় এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) মৌলভীবাজারের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) এ, এইচ, এম, হামিদুল হক চৌধুরী।
ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা উন্নয়ন পরিষদের আয়োজনে দিনব্যাপী ওরিয়েন্টেশন ও ১১ নভেম্বর থেকে ২৪ নভেম্বর দুই সপ্তাহব্যাপী এ্যাপিস মেলিফেরা প্রশিক্ষণে প্রায় অর্ধশত মধুচাষী ও মধুচাষে আগ্রহী নারী পুরুষ উদ্যোক্তা অংশগ্রহণ করেন।
পরিষদের সাধারণ সম্পাদক শিক্ষক আলতাফ মাহমুদ বাবুলের সঞ্চালনায় ও লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার বিসিক শিল্পনগরী কর্মকর্তা আব্দুল্লাহ আবুল কাশেম মোক্তাদি, বিসিকের মধু প্রশিক্ষক খালেদ মো. মনজুর আলম, বিসিক প্রমোশন কর্মকর্তা মজিবুর রহমান, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু ও শাব্বির এলাহী। #