ক্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৭ নভেম্বর ২০১৫, ৯:৫৬ পূর্বাহ্ণ
পূর্বদিক রিপোর্ট ::
ত্রুটিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে নজরুল ইসলাম (২৪) নামে এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। নিহত নজরুল জেলা শহরের গুলবাগ এলাকার মো. আমিন মিয়ার ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০টার দিকে মৌলভীবাজারের গুমড়া এলাকার বিসিক শিল্প নগরীর একটি ময়দা মিলে। এদিকে মৃত্যুর প্রকৃত কারণ কি তা জানতে বিসিক কর্তৃপক্ষ তদন্ত করবে বলে জানা গেছে।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক পূর্বদিককে জানান, সকালে বিসিক শিল্প নগরীর আল আমিন ময়দা মিলের অভ্যন্তরে অবস্থিত পানির পাম্পে ত্রুটি সারাতে যায় নজরুল। এসময় পাম্পের সাথে সংযুক্ত বিদ্যুতের লাইনটির ত্রুটি সারাতে গিয়ে জড়িয়ে পড়ে সে। এসময় ময়দা মিলের কর্মচারীরা দ্রুত সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
লিখিত আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে গেছে বলে ওসি জানান।
এবিষয়ে বিসিক শিল্প নগরী কর্মকর্তা আবুল কাশেম আল মুক্তাদি পূর্বদিককে জানান, মিল কর্তৃপক্ষ বিষয়টি এখনো বিসিককে জানায়নি। যেহেতু মিলের অভ্যন্তরে ঘটনাটি ঘটেছে তাই এর দায়-দায়িত্ব মিল কর্তৃপক্ষের।
বিসিক কর্তৃপক্ষ প্রকৃত ঘটনা জানতে তদন্ত করবে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে ও তিনি জানান।#