রাজনগরে ট্রাক্টর উল্টে নিহত ২
প্রকাশিত হয়েছে : ২ নভেম্বর ২০১৫, ৬:১৩ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
জেলার রাজনগরে ট্রাক্টর উল্টে গভীর খাদে পড়ে চালকসহ দুইজনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, উপজেলার আমিনাবাদ চা বাগানের রবিচন্দ্র তেলেঙ্গার ছেলে ও ট্রাক্টর চালক মঞ্জু তেলেঙ্গা (৩০) ও একই বাগানের মৃত বিশু নমশুদ্রের ছেলে বিষ্ণু নমশুদ্র (৩৫)।
ঘটনাটি ঘটেছে রোববার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার আমিনাবাদ চা বাগান এলাকায়।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামছুদ্দোহা (পিপিএম) পূর্বদিককে জানান, রাতে স্থানীয় বাজার থেকে ট্রাক্টর চালিয়ে বাগানের ১নং সেকশনে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেয় দুজন। পথিমধ্যে সতিশ তেলেঙ্গার বাড়ির সম্মুখে পৌঁছলে ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের প্রায় ২০ ফুট গভীর খাদে পড়ে যায়। এসময় এরা দুজনই ঘটনাস্থলে মারা যায়।
স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলেও গভীর খাদ ও অন্ধকার থাকায় তাদেরকে উদ্ধার করতে পারে নি। পরে রাত তিনটার দিকে শেরপুর থেকে ক্রেঙ্ক (উদ্ধারকারী দল) এসে দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটিসহ দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।
লাশ দুটি রাজনগর থানা হেফাজতে রয়েছে। ময়না তদন্ত ছাড়া দাহ সম্পন্ন করতে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে নিহতদের পরিবার বলে ওসি জানান। #