গণজাগরণ মঞ্চের প্রতিবাদ
প্রকাশিত হয়েছে : ১ নভেম্বর ২০১৫, ৬:১৮ অপরাহ্ণ
শহর প্রতিনিধি ::
প্রকাশক, লেখক-ব্লগার হত্যা ও হত্যা চেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চ।
রোববার বিকেলে মৌলভীবাজার পৌরসভা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে শহরের চৌমোহনা চত্বরে এক সমাবেশে বক্তব্য রাখেন, উদীচী শিল্পী গোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদের সভাপতি ডাডলি ডেরিক প্রেন্টিস, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সভাপতি কামরুল ইসলাম মিজু ও সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জেলা শাখার আহবায়ক মিটন দেবনাথ।#